Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৮

সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের মতবিনিময় সভা  

সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের মতবিনিময় সভা  

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►

নীলফামারীর সৈয়দপুরে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। সৈয়দপুর উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সোমবার (২ জানুয়ারী) বিকাল ৫ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার একরামুল হক।

অন্যদের মধ্যে জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য বলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহসিনুল হক, সহ-সভাপতি প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান, পৌর প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, সৈয়দপুর প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম এ করিম মিস্টার প্রমুখ।

সংবর্ধনা শেষে জেলা প্রশাসক উপজেলার ৫ জন ভিক্ষুককে কর্মসহায়তা হিসেবে ৫ টি গরুর বাছুর, ২ জন প্রতিবন্ধীকে আর্থিক সহযোগীতা এবং নতুন ভাতাভোগীদের হাতে ভাতাবই তুলে দেন। উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে এসব প্রদান করা হয়েছে।

এর আগে তিনি উপজেলা চত্বরে এসে পৌছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। সভায় সকল সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তারাসহ শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, হাসপাতাল, নেসকো, পাউবো প্রতিনিধিবৃন্দ, সূধীমহল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও সাংবাদিকবর্গ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad